প্রাচীন নিয়ান্ডারথাল মানুষের কাছ থেকে আধুনিক মানুষের মাঝে এসেছে ডায়াবেটিসের জন্য দায়ী জিন । ডায়াবেটিসের উৎপত্তির সম্পর্কে এমন অবাক করা তথ্যই সম্প্রতি জানা গেছে এক গবেষণায়। আমরা জানি, ৬০-৭০ হাজার বছর আগে আফ্রিকা ছাড়ার পরপরই নিয়ান্ডারথাল জনগোষ্ঠীর মানুষের সঙ্গে সংমিশ্রণ ঘটে আধুনিক মানুষের আবির্ভাব। আর একারণেই আজ আফ্রিকান নয় এমন সব মানুষের মধ্যেই ছড়িয়ে পড়েছে প্রাচীন সেই নিয়ান্ডারথাল মানুষের জিন। ল্যাটিন আমেরিকার মানুষের মধ্যে প্রাচীন এ জিনের সন্ধান পান গবেষকরা। গবেষণায় ৮ হাজার জনেরও বেশি...

